যুক্তরাষ্ট্রে মেসির বিলাসবহুল প্রাসাদ

লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই গুঞ্জন উঠেছিল, সেখানে বিলাসবহুল প্রাসাদ বানাতে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। অবশেষে সত্যি হবার পথে সেই গুঞ্জন। যুক্তরাষ্ট্রে বিশাল অঙ্ক খরচ করে প্রাসাদ বানাতে যাচ্ছেন মেসি। প্রকাশ পেয়েছে তার নকশাও।

খেলাধুলাভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, মেসির এই বাড়িটি বানাতে খরচ হবে আনুমানিক ১০০ মিলিয়ন ডলার। মায়ামির অনিন্দ্য সুন্দর উপকূল অঞ্চলে গড়ে উঠবে বাড়িটি।

বিখ্যাত আর্কিটেকচারাল ডিজাইনার ভেলিজ আর্কিটেক্টো এই ভবিষ্যৎ বাড়িটির ডিজাইন করেছেন। ডিজাইনটি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তিন-স্তরের এই বাড়িটি হবে মেসির আইকনিক ‘এম’ আকৃতির লোগোর আদলে।

বাড়িটিতে থাকবে বিলাসবহুল সুবিধা। এর মধ্যে রয়েছে সুইমিং পুল, ওয়াটার স্লাইড, গাড়ির গ্যারেজ, গার্ডেন ডেক, গেম রুম, পার্টি রুম, হোম থিয়েটার, তিনটি হেলিপ্যাড ও ইয়ট এবং অন্যান্য জাহাজের জন্য নির্ধারিত ঘাট।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভেলিজ লিখেছেন, ‘বিলাসিতা এবং আরামের কথা মাথায় রেখে সবকিছুই ডিজাইন করা হয়েছে এবং অবশ্যই একটি ফুটবল মাঠ আছে।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.