যুক্তরাষ্ট্রকে টপকে যাবে চীন, তিনে ভারত

যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে ২০২৮ সালে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে যাচ্ছে চীন। শনিবার এমনটি জানিয়েছে যুক্তরাজ্যের সেন্টার ফর ইকোনোমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর)।

এছাড়া সিইবিআর তাদের রিপোর্টে আরো জানায়, চীন ২০২৩ সাল নাগাদ উচ্চ-আয়ের অর্থনীতিতে পরিণত হতে পারে।

সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিলে দেখা যায়, ২০৩০ সালে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে শীর্ষে থাকছে চীন। তালিকায় দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র এবং তৃতীয় স্থানে ভারত।

গত মাসে চীনা প্রেসিডেন্ট শি বলেছেন, তার সরকারের নতুন পাঁচ-বছরের পরিকল্পনার অধীনে ২০৩৫ সালের মধ্যে অর্থনীতি আকারে দ্বিগুণ হওয়া ‘পুরোপুরি স্পম্ভব’ ছিল।

করোনা ভাইরাসে সর্বপ্রথম প্রভাব পরে চীনা অর্থনীতিতে তবে দেশটি দ্রুত তা কাটিয়ে উঠে। যখন করোনার কারণে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতির চাকা নিম্নমুখী তখন চীনের অর্থনীতি ঊর্ধ্বমুখী। ব্লুমবারগ, রয়টার্স

You might also like

Leave A Reply

Your email address will not be published.