মোসাদের হাতে আটক বায়তুল মোকাদ্দাসের খতিব-ইমাম, পরে মুক্ত

মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিব ও ইমাম শায়খ ইকরামা সাইদ সাবরিকে আটকের পর ছেড়ে দিয়েছে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী।

বুধবার জেরুজালেমে তার বাসভবনে ইসরাইলি পুলিশ ও দেশটির গোয়েন্দা বাহিনী মোসাদের সদস্যরা হানা দিয়ে তাকে আটক করেছিল। পরে আবার গ্র্যান্ড খতিবকে ছেড়ে দেওয়া হয়।

মুক্তির পরে আনাদোলু এজেন্সিকে শেখ সাবরি জানান, পবিত্র মেরাজের স্মরণে জেরুজালেমের বাব আর-রহমা এলাকায় ধর্মীয় একটি অনুষ্ঠান পরিকল্পনার দায়ে ইসরাইলি বাহিনী তাকে গ্রেফতার করতে বাড়িতে অভিযান চালায়।

আল-আকসা মসজিদ কমপ্লেক্সের বাব আর-রহমা ফটকটি বন্ধ করে রেখেছে ইসরাইল।

সাবরি বলেন, তার বিরুদ্ধে ইসরাইলি আদালতের সিদ্ধান্ত লংঘনের অভিযোগ আনা হয়েছে।

এর আগে বুধবার সকালের দিকে দখলদার বাহিনী শেখ সাবরির বাড়িতে হামলা করে এবং ঘরে ঢুকে ব্যাপক তল্লাশি চালিয়ে তাকে আটক করে অজানা গন্তব্যের দিকে নিয়ে যায়।

এর আগেও জুমার খুতবায় দখলদারিত্বের বিষয়ে কথা বলায় শায়খ ইকরিমা সাবেরিকে গ্রেফতার ও সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.