মেসি কেঁদে বললেন ‘আবার ফিরব বার্সেলোনায়’

বার্সেলোনার হয়ে লিওনেল মেসির শেষ সংবাদ সম্মেলন চলছে। এর মাধ্যমেই প্রিয় ক্লাবটির সঙ্গে ২১ বছরের দীর্ঘ সম্পর্কের ইতি হয়ে যাচ্ছে মেসির। তার পরবর্তী গন্তব্য ফরাসি ক্লাব পিএসজি। সংবাদ সম্মেলনে প্রশ্নে কোনো বিধিনিষেধ রাখেননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কেঁদে ফেলেন। কোনোভাবেই তিনি চোখের পানি ধরে রাখতে পারছিলেন না। কান্নার দমকে কথাও বলতে পারছিলেন না ৩৪ বছর বয়সী আর্জেন্টিনা অধিনায়ক।

বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘১৩ বছর বয়সে এখানে এসেছিলাম আমি। আজ ২১ বছর পর ক্লাবটা ছেড়ে যাচ্ছি। আমি, আমার স্ত্রী, আমার তিন কাতালান-আর্জেন্টাইন সন্তান। ক্লাবটার হয়ে যা করেছি, তা নিয়ে আমি গর্বিত। আমি ভেবেছিলাম সবকিছু চূড়ান্ত হয়ে গেছে, সব বিষয়ে সম্মতি হয়ে গেছে। এরপর একেবারে শেষ মুহূর্তে জানা গেল লা লিগার নিয়মের কারণে চুক্তি নবায়নকে আনুষ্ঠানিক করা সম্ভব হচ্ছে না। এটাই হয়েছে।’

মেসি বলেন, ‘এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি এই ক্লাবটা, এই জায়গাটা ছেড়ে যাচ্ছি। আমার জীবন পুরো বদলে যাচ্ছে। এখন আবার শূন্য থেকে শুরু করতে হবে। এটা অনেক বড় পরিবর্তন। আমার পরিবারের জন্যও এই শহর ছেড়ে যাওয়া কঠিন হবে। তবে আমরা  হয়তো স্বাভাবিক হয়ে যাব। কঠিন চ্যালেঞ্জ এটা। তবে মানতেই হবে যে, নতুন করে শুরু করতে হবে। আমি এখানে থাকতে চেয়েছিলাম। সেটাই পরিকল্পনা ছিল। কিন্তু আজ সবকিছু ছেড়ে যেতে হচ্ছে।’

দর্শকহীন মাঠে বিদায় নেওয়াটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মেসিকে, ‘দর্শকহীন মাঠে বিদায় এভাবে বিদায় নিতে হবে কখনো ভাবিনি। মনে হয় না কেউই ভেবেছে। চেয়েছিলাম মাঠভর্তি দর্শকের সামনে তাদের বিদায়ী অভ্যর্থনার মধ্য দিয়ে ক্লাব ছাড়ব। দেড় বছর ধরে মাঠে আমাদের সমর্থকদের দেখতে পাইনি। তাদের না দেখে বিদায় নিতে হচ্ছে, এই ব্যাপারটাই বেশি কষ্ট দিচ্ছে। তবে আমি এখানে আবার ফিরব, এটা আমার ঘর। আমার সন্তানদেরও আমি কথা দিয়েছি, আমি আবার এখানে ফিরে আসব।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.