মান্নান হীরার মৃত্যু: প্রধানমন্ত্রীর শোক

নাট্যকার ও নির্দেশক মান্নান হীরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, পথনাটক আন্দোলনসহ দেশের নাট্যাঙ্গনে তার অনন্য অবদান জাতি স্মরণ রাখবে।

ওই বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার (২৩ ডিসেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর শাহজাহানপুরের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বরেণ্য এই অভিনেতা মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মান্নান হীরা আরণ্যক নাট্যদলের বর্তমান সভাপতি। তিনি বাংলাদেশ নাট্যকার সংঘের প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন। নাট্যকার হিসেবে তিনি বাংলা একাডেমি কর্তৃক পুরস্কার পেয়েছেন। তার রচিত অনেক নাটক মঞ্চ ও টিভির দর্শককে মুগ্ধ করেছে।

তিনি ছিলেন একজন প্রশংসিত নির্মাতাও। চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ নির্মাণ করেন মান্নান হীরা। তা ছাড়া ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্যও পরিচালনা করেন তিনি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.