ভারতে ২৪ ঘণ্টায় আগের রেকর্ড ভেঙে সর্বোচ্চ আক্রান্ত

ভারতে গেল এক সপ্তাহ ধরে করোনা সংক্রমণের সংখ্যা দৈনিক অর্ধলক্ষ ছাড়াচ্ছে। আক্রান্তের সংখ্যায় প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভাঙছে।

শুক্রবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয় ৫৫ হাজার ৭৮ জন,যা ছিল ওইদিন যাবৎ দেশটিতে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।

সেই সংখ্যাকেও ছাপয়ে গেলে পরদিনই। শনিবার দেশটিতে নতুন করে একদিনে সর্বোচ্চ ৫৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে তথ্য জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়, যা আগের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৫৭ হাজার ১১৭ জন। এদিন মারা গেছেন ৭৬৪ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ লাখ ছাড়িয়েছে। গত ৩০ জানুয়ারি কেরালা রাজ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই হিসাবে ১৮৩ দিন পর আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ছাড়ালো।

বর্তমানে আক্রান্তের দিক দিয়ে অনেক দেশকে পেছনে ফেলে শীর্ষ তিনে অবস্থান করছে ভারত। ভারতের ওপরেই করোনায় মৃত্যুপুরীতে পরিণত ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের অবস্থান।

এদিকে মৃত্যু সংখ্যায়ও করোনায় বিপর্যস্ত ইতালিকে পেছনে ফেলেছে ভারত। শনিবার পর্যন্ত ভারতে করোনায় প্রাণহানির সংখ্যা ৩৭ হাজার ৪১৫ জন, যা ইতালির ৩৫ হাজার ১৪৬কেও ছাড়িয়ে যা দুদিন আগেই।

ভারতের সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, শনিবারের নতুন করে সর্বাধিক সংক্রমণের তালিকায় অন্ধ্র প্রদেশ তৃতীয় স্থানে উঠে এসেছে। গত তিনদিন ধরে এই রাজ্যে ৩০ হাজারের বেশি মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। এ নিয়ে অন্ধ্র প্রদেশে আক্রান্তের এক লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩৪৯ জন।

দেশটিতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর ঘটনা রয়েছে যথারীতি মহারাষ্ট্র, নয়াদিল্লি ও তামিলনাড়ুতে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, করোনায় সবচেয়ে বেশি সংক্রমিত মহারাষ্ট্র রাজ্যে মারা গেছে ১৪ হাজার ৯৯৪ জন। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে প্রাণ গেছে ৩ হাজার ৯৬৩ জনের। ৩ হাজার ৯৩৫ জনের মৃত্যু নিয়ে তালিকার তৃতীয় স্থানে তামিলনাড়ু। গুজরাটে ২ হাজার ৪৪১ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। এছাড়া কর্নাটকে ২ হাজার ৩১৪ জন, উত্তরপ্রদেশে ১ হাজার ৬৩০ জনের মৃত্যু হয়েছে।

আর্ন্তজাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, ভারতে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ১৭ লাখ ৫৪ হাজার ১১৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩৭ হাজার ৪১৫ জন। সুস্থ হয়েছেন ১১ লাখ ৪৮ হাজার ১০৩ জন। চিকিৎসাধীন রয়েছেন ৫ লাখ ৬৮ হাজার ৫৯৯ জন। এদের মধ্যে ৮ হাজার ৯৪৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

You might also like

Leave A Reply

Your email address will not be published.