বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে ২ বাংলাদেশি কুয়েতে

বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে এবার মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত গেলেন বাংলাদেশি দুই কিশোর। তারা হলেন – তাওহীদ ওবাইদুল্লাহ ও হাফেজ আবু রাহাত। তারা দুজনেই মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র।

মঙ্গলবার দুপুরে একটি ফ্লাইটে কুয়েত সিটিতে অবতরণের পর সেখানের সালওয়ার নিকটবর্তী আলবিদা রেজিন্সি হোটেলে ওঠেন তারা।

সেখানে তাদের সঙ্গে অভিভাবক হয়ে গিয়েছেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক শায়েখ নেছার আহমাদ আন নাছিরী।

তিনি জানান, বাংলাদেশ থেকে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতার মাধ্যমে নিজ নিজ গ্রুপে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার এই দুইজন শিক্ষার্থী।

You might also like

Leave A Reply

Your email address will not be published.