বিশ্বকাপে বাংলাদেশেরও সম্ভাবনা দেখছেন হার্শেল গিবস

সংযুক্ত আরব আমিরাত আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে যচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের ২০ ওভারের এই ফর্মেটের বিশ্বমঞ্চে ভারত, পাকিস্তান ও ইংল্যান্ডকে ফেভারিট মানছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার হার্শেল গিবস। সেই সঙ্গে বাংলাদেশেরও সম্ভাবনা দেখছেন তিনি।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছে টাইগারর। অতিথিদের ৪-১ ব্যবধানে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুবরা। বিষয়টাটি মাথায় রেখেছেন গিবস।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে গিবস বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতকে ফেভারিট মনে করি আমি। ক্রিকেটের এই ফর্মেটে আসলে আপনি নিশ্চিতভাবে কিছু বলতে পারবেন না। শ্রীলঙ্কা যেকোনো কিছু করে ফেলতে পারে। আবার বাংলাদেশেরও সম্ভবনা আছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেট বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন গিবস। তিনি বলেন, ‘পাকিস্তান কখন কি করে বলার উপায় নেই। ইংল্যান্ড ও ভারত শক্তিশালী দল। উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। যদি উইকেটে বল টার্ন করে, আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা তেমন ভয়ানক হতে পারবে।’

সাবেক এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার আরও বলেন, ‘বিরাট কোহলি, বাবর আজম, জস বাটলারদের মতো ব্যাটসম্যানদের কারণে এই তিন দল এগিয়ে থাকবে। ওয়েস্ট ইন্ডিজেরও বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান আছে। তবে কোহলি, বাবর, বাটলাররা সব ধরনের উইকেটেই খেলতে পারে। তাদের স্কিল অনেক বেশি। যা অন্যদের চেয়ে তাদেরকে আলাদা করে দেয়।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.