বিভিন্ন দেশে ৪০৪ বাংলাদেশীর মৃত্যু

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৪০৪ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন বলে জানা গেছে। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসে কমিউনিটি ও আন্তর্জাতিক গণমাধ্যমের গতকাল শুক্রবার পর্যন্ত পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিশ্বের বিভিন্ন দেশে মৃত বাংলাদেশিদের মধ্যে যুক্তরাষ্ট্র প্রবাসীর সংখ্যা সবচেয়ে বেশি। জানা গেছে, শুধু যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত ২১৭ বাংলাদেশির। এছাড়া সেখানে আরও কয়েকশ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বাড়িতেও বিপুলসংখ্যক বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন।

যুক্তরাষ্ট্রের পরের অবস্থান যুক্তরাজ্যের। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন শতাধিক বাংলাদেশি।

মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরবে বাংলাদেশি মৃত্যুর সংখ্যা বেশি। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৯ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।

এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে ১৫, কানাডায় ৭ জন, ইতালিতে ৭, স্পেনে ৫, কাতারে ৪, লিবিয়ায় ১, সুইডেনে ১, গাম্বিয়ায় ১ ও কেনিয়ায় ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.