জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে বেকার কমেছে ৭০ হাজার: বিবিএসের জরিপ

সংকটের মধ্যেও নতুন অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশে বেকার কমেছে ৭০ হাজার। সব মিলিয়ে দেশে বর্তমানে বেকারের সংখ্যা ২৪ লাখ ৩০ হাজার। যা আগের প্রান্তিক, অর্থাৎ এপ্রিল-জুন মাসে ছিল ২৫ লাখ। অর্থাৎ তিন মাসের ব্যবধানে বেকারের সংখ্যা কমেছে ৭০ হাজার।

এসব বেকারের মধ্যে তরুণ শিক্ষিত বেকারই বেশি।

সম্প্রতি প্রকাশিত ত্রৈমাসিক ‘শ্রমশক্তি জরিপ ২০২৩’ (জুলাই-সেপ্টেম্বর) প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএস বলছে, বেকারদের মধ্যে ১৬ লাখ পুরুষ এবং নারী আট লাখ ৩০ হাজার। আগের প্রান্তিকের চেয়ে পুরুষ বেকার কমেছে।

নারী বেকারের সংখ্যায় উন্নতি হয়নি। বিবিএসের পরিসংখ্যানে বেকারের হারে কিছুটা উন্নতি দেখা গেছে। জুলাই-সেপ্টেম্বর মাসে আগের প্রান্তিকের চেয়ে বেকারের হার কিছুটা কমে ৩.৩১ শতাংশ হয়েছে। এর আগের প্রান্তিকে এই হার ছিল ৩.৪১ শতাংশ।

বেকার মানুষের হিসাবটি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সংজ্ঞা অনুযায়ী করে বিবিএস। আইএলওর সংজ্ঞা অনুযায়ী, ৩০ দিন ধরে কাজপ্রত্যাশী একজন মানুষ যদি সর্বশেষ সাত দিনে মজুরির বিনিময়ে এক ঘণ্টাও কাজ করার সুযোগ না পায়, তাহলে তাকে বেকার হিসেবে ধরা হবে। সর্বশেষ প্রান্তিকের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশের শ্রমশক্তিতে সাত কোটি ৩৪ লাখ ৪০ হাজার মানুষ আছে। এর মধ্যে কাজে নিয়োজিত আছে সাত কোটি ১০ লাখ ১০ হাজার। সার্বিকভাবে কর্মজীবীদের মধ্যে চার কোটি ৬৩ লাখ ৯০ হাজার পুরুষ ও দুই কোটি ৪৬ লাখ ২০ হাজার নারী।

You might also like

Leave A Reply

Your email address will not be published.