ফেনীতে স্বর্ণ ডাকাতি মামলায় আরও ৩ দিনের রিমান্ডে ডিবির ওসি

ফেনীতে স্বর্ণ ডাকাতি মামলায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে আরও তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ রোববার (২২ আগস্ট) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান তার রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক শাহ আলম বলেন, স্বর্ণ ডাকাতি মামলায় ওসি সাইফুল ইসলামের আরও সাত দিনের রিমান্ড চাইলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে তাকে আরও দুই দফায় চারদিন করে রিমান্ডে নেয় পুলিশ ও পিবিআই। বর্তমানে মামলায় অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্য ও বাদীর সাবেক ব্যবসায়ীক পার্টনার কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

এর আগে ৮ আগস্ট রোববার ২০টি স্বর্ণের বার নিয়ে ঢাকায় যাওয়ার সময় ফেনীর ফতেহপুর এলাকায় গাড়ি থামিয়ে ব্যবসায়ী গোপাল কান্তি দাসের কাছ থেকে সেগুলো ছিনিয়ে নেয় গোয়েন্দা পুলিশ। পরে মঙ্গলবার (১০ আগস্ট) গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলামসহ ছয় পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেন করেন ওই ব্যবসায়ী। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ডিবির ওই ছয় কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.