প্রবাসীদের সঞ্চয় বন্ডের টাকা পরিশোধে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

সীমিত ব্যাংকিং কার্যক্রমের মধ্যেই প্রবাসীদের সঞ্চয় বন্ড মেয়াদপূর্তির আগে ও পরে নগদায়ন এবং মুনাফা পরিশোধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সাধারণ ছুটির মধ্যে এতদিন ব্যাংকের বিভিন্ন ধরনের কার্যক্রম সীমিত পরিসরে অব্যাহত থাকলেও এনআরবি বন্ডের টাকা পরিশোধের বিষয়ে আলাদাভাবে কোনো নির্দেশনা ছিল না।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

জানা যায়, প্রবাসীদের উপার্জিত রেমিট্যান্সের অর্থ বিনিয়োগে আনতে তিন ধরনের বন্ড চালু করা হয়। এগুলো হলো ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড। এই তিন ধরনের বন্ডেই মিলছে আকর্ষণীয় সুদের হারসহ বিভিন্ন সুবিধা।

প্রজ্ঞাপনে বলা হয়, আগে থেকেই মেয়াদপূর্তি সাপেক্ষে জাতীয় সঞ্চয়পত্র এবং কুপনের অর্থ পরিষদের কার্যক্রম চালু রয়েছে। তবে মাঝেমধ্যে সমস্যায় পড়ছেন বন্ডের বিনিয়োগকারীরা। তাই মেয়াদপূর্তির আগে অথবা মেয়াদপূর্তির পর এনআরবি বন্ড নগদায়ন ও কুপন প্রদান সংক্রান্ত কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

You might also like

Leave A Reply

Your email address will not be published.