নিউজিল্যান্ডের ‘কুখ্যাত’ সৈকতে ৩১ তিমির মৃত্যু

তিমির মৃত্যুর জন্য ‘কুখ্যাত স্পট’ হিসেবে পরিচিত নিউজিল্যান্ডের একটি সমুদ্র সৈকতে আটকা পড়ে অন্তত ৩১টি পাইলট তিমি মারা গেছে।

বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সাউথ আইল্যান্ডের ফেয়ারওয়েল স্পিট সৈকতের তিন কিলোমিটার জুড়ে বৃহস্পতিবার প্রথম মৃত তিমির দলটিকে দেখা গিয়েছিল। শুক্রবার দিনের বেলা উদ্ধারকারীরা তখনো বেঁচে থাকা পাঁচটি তিমিকে সাগরে ফিরিয়ে দিতে সক্ষম হয়। কিন্তু মাত্র কয়েক ঘণ্টা পরেই, অন্তত দুটি আবার তীরে উঠে আসে। সেগুলো পরে মারা যায়।
নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের সবচেয়ে উত্তরের প্রান্ত ফেয়ারওয়েল স্পিট। এটি সেখানে তিমির গণমৃত্যুর সাম্প্রতিকতম ঘটনা।

কর্তৃপক্ষ বলছে, তিমি আটকে পড়ার ঘটনাগুলো দুর্ভাগ্যজনক হলেও তা একটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা।

তিমিরা কেন সৈকতে আটকা পড়ে তা পুরোপুরি বোঝা যায় না। তবে পাইলট তিমিদের সৈকতে উঠে বালিতে আটকা পড়ার প্রবণতা বেশি বলে জানা গেছে। এ জাতের তিমিদের বিপন্ন বলে মনে করা হয় না। তবে এদের সঠিক সংখ্যা জানা যায়নি।

সূত্র: বিবিসি

You might also like

Leave A Reply

Your email address will not be published.