দ. আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের শিক্ষা সফর

দক্ষিণ আফ্রিকায় ইসলামিক ফোরাম অব আফ্রিকা ঘাউটেং প্রভিন্সের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজন করেছে শিক্ষা সফর।

রোববার (১৭ সেপ্টেম্বর) জোহানেসবার্গের ফোর্ডসবার্গের ফোরামের কেন্দ্রীয় অফিস থেকে সকাল ৯টার দিকে সফরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দিনব্যাপী এ সফর আলবাটনের রিটভ্লি জু-ফার্ম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ঘাউটেং প্রভিন্স সভাপতি মু. আলী আকবরের সভাপতিত্বে ও সেক্রেটারি মু. শরীফ উদ্দিনের পরিচালনায় উক্ত সফরে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফোরাম অব আফ্রিকার কেন্দ্রীয় সভাপতি মুহতারাম মোশাররফ হোসাইন।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অফিস সম্পাদক আবুল কাশেম, সমাজকল্যাণ সম্পাদক শাহাদাত হোসেন, কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্য আব্দুল মনিম মুন্না।

আরও উপস্থিত ছিলেন ঘাউটেং প্রভিন্সের অফিস সম্পাদক তৌহিদুল ইসলাম বিপন, তারবিয়াহ সম্পাদক শেখ মাসিদ, আইটি সম্পাদক আব্দুল কুদ্দুস, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আমানত উল্লাহ ফারুক, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

সার্বিকভাবে সহযোগিতা করেন আব্দুর রাকিব, দ্বীন মোহাম্মদ রুবেল, বেলাল হোসেন, মো. জসিম উদ্দিন, মো. নাসির উদ্দিন, আরিফুর ইসলাম টিটু, রফিকুল ইসলাম আজাদ, সাইফুল ইসলাম, মু. নুরুল্ল্যাহ প্রমুখ। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করে আফ্রিকা কালচারাল গ্রুপের সদস্যরা।

এছাড়া সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, হাড়ি ভাঙ্গা, মোরগ লড়াই, দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.