দুর্নীতিতে অভিযুক্ত ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার স্যামুয়েলস

ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার মারলন স্যামুয়েলসের বিরুদ্ধে ক্রিকেট দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ এনেছে আইসিসি। টি-টেন লিগে তার বিরুদ্ধে চারটি ধারায় দুর্নীতির অভিযোগ পেয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ডের এন্টি করাপশন ইউনিট।

স্যামুয়েলসের বিরুদ্ধে আইসিসির ২.৪.২, ২.৪.৩, ২.৪.৬ এবং ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগ এসেছে। যেখানে আছে, দুর্নীতি দমন কর্মকর্তার কাছে কোনো প্রস্তাবের বিষয় গোপন করা, ৭৫০ মার্কিন ডলার বা তার বেশি মূল্যের উপঢৌকন নিয়ে সেটি না জানানোর মতো অপরাধ।

এছাড়া মনোনীত দুর্নীতি দমন কর্মকর্তার তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ হওয়া, তদন্তের জন্য প্রাসঙ্গিক হতে পারে এমন তথ্য গোপন করে মনোনীত দুর্নীতি দমন কর্মকর্তার তদন্তে বাধা বা বিলম্ব করার মতো শাস্তিযোগ্য অপরাধে নাম জড়িয়েছে স্যামুয়েলসের।

ক্যারিবীয় এই ক্রিকেটারকে অভিযোগের জবাব দেওয়ার জন্য ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। যেহেতু তদন্ত প্রক্রিয়া চলমান, তাই আইসিসি এই বিষয়ে আর কোনো মন্তব্য করেনি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.