ঢামেকের হৃদরোগ বিভাগের প্রধান নিজেই হোম কোয়ারেন্টিনে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান হোম কোয়ারেন্টিনে। ১০ দিন ধরে তার কোয়ারেন্টিনে থাকার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

অধ্যক্ষ জানান, তিনি গত ১৬ই মার্চ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রাইভেট চেম্বারে এক বয়স্ক রোগীকে দেখেন। রোগীটি নিউমোনিয়ায় ভুগছিলেন।

এর দুদিন পরই তিনি সামান্য জ্বর অনুভব করেন।

অধ্যক্ষ বলেন, ‘পরে জানতে পারি, ওই রোগীটি কভিড-১৯ পজেটিভ এবং ভেন্টিলেটরে আছেন। তারপর থেকে হোম কোয়ারেন্টিনে আছি।’

তিনি আরও বলেন, ‘এভাবে যদি কেউ বিদেশ থেকে এসে তথ্য গোপন করে চিকিৎসা নিতে আসে। আর এই সমস্যা চিকিৎসক-নার্সদের পোহাতে হয়। আর চিকিৎসক, নার্সরা যদি হোম কোয়ারেন্টিনে যায়। তাহলে রোগীদের চিকিৎসা দেবে কে?’

You might also like

Leave A Reply

Your email address will not be published.