ঢাবির উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন মাকসুদ কামাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৯ তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এ সময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গত ১৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে মাকসুদ কামালকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পান সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। পরবর্তীতে চার বছরের জন্য উপাচার্য হিসেবে দায়িত্ব পান। বর্তমানে আখতারুজ্জামানের স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক মাকসুদ কামাল।

You might also like

Leave A Reply

Your email address will not be published.