‘ড. ইউনূসকে নিয়ে সিনেটরদের চিঠি দুর্ভাগ্যজনক’

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো ১২ মার্কিন সিনেটরের চিঠিতে বাংলাদেশের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, কোনো দেশের বিচার প্রক্রিয়া না জেনে কোনো ধরনের মন্তব্য বা প্রতিক্রিয়া দেওয়া সঠিক নয়। সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে ড. ইউনূসকে নিয়ে ১২ সিনেটরের চিঠির বিষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি বুধবার এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে এ সংক্রান্ত চিঠি দেওয়া সমুচিত নয়।

কারণ তিনি বিচার বিভাগের কেউ নন। প্রকাশ্য আদালতে ড. ইউনূসের মামলার বিচার হয়েছে। এটা নিয়ে কারো কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া থাকলে তা অবহিত করার ব্যবস্থা রয়েছে। সেখানে তারা তাদের বক্তব্য দিতে পারেন।

তিনি বলেন, ‘বহির্বিশ্বের যেসব ব্যক্তি বা সংস্থা ড. ইউনূসের মামলা নিয়ে কথা বলছেন, তারা বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে কিছু জানেন না অথবা কেউ তাদের প্রভাবিত করে এসব কাজ করাচ্ছে।’

ড. মুহাম্মদ ইউনূস বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২২ জানুয়ারি চিঠি পাঠিয়েছেন মার্কিন পার্লামেন্টের ১২ জন সিনেটর। সূত্র : বাসস

You might also like

Leave A Reply

Your email address will not be published.