“চেহারার সৌন্দর্য ফুরায় একদিন”

মানুষ তার সৌন্দর্য় দিয়ে বেশীদিন মানুষের ভালোবাসায় টিকতে পারেনা। নিজ গুণই তাকে চলার মতো ব্যক্তিত্ব তৈরী করে দেয়। তার গুণ দিয়েই সে তার নিজের অবস্হান তৈরী করে নেয়।

নিজের আত্মবিশ্বাস দূর্বল হলে,শুধু সৌন্দর্য দিয়ে সে একটু দুর যাবার পর আর যেতে পারে না, পারে না পথ চলতে। আর তখনই তার মধ্যে একধরনের হীনমন্যতা তৈরী হয়। অবসন্নতা তৈরী হয়।

চেহারার সৌন্দর্য ফুরায় একদিন। কিন্তু কর্মের সৌন্দর্য, মনের আত্মবিশ্বাস তাকে চিরদিনের জন্য সম্মানিত অবস্হান উপহার দেয়।

জয়ী সে, যে নীরবে তার গুণকে চর্চা করে কাজে লাগায়। সেইতো দিনশেষে সবার কাছে একজন ‘আইকন’ হয়ে জয়ী হয়।

ফাহমিদা নবী
সংগীতশিল্পী, সুরকার, লেখক।

You might also like

Leave A Reply

Your email address will not be published.