কোপা আমেরিকা: শেষ আটে যে যার মুখোমুখি

এবারের কোপা আমেরিকা হচ্ছে ভিন্নভাবে। নেই কোনো আমন্ত্রিত বা অতিথি দল। অংশ নেয়া দশ দলের মাত্র দুটি বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকে। গ্রুপ ‘এ’ থেকে বলিভিয়া এবং ‘বি’ থেকে বিদায় ঘটেছে ভেনেজুয়েলার। শেষ আটের টিকিট নিশ্চিতের লড়াই শেষ। এবার দলগুলো প্রস্তুত হচ্ছে সেমিফাইনাল নিশ্চিতের লড়াইয়ের জন্য। কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষই পেয়েছে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শনিবার মুখোমুখি হবে দুইবারের শিরোপাজয়ী চিলির।

‘এ’ গ্রুপে শীর্ষস্থান অধিকার করা আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে নামবে রোববার। ১৪ বারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চতুর্থ দল ইকুয়েডর। রেকর্ড ১৫ শিরোপা জেতা উরুগুয়ে শেষ আটে মুখোমুখি হবে কলম্বিয়ার। গতবারের রানার্সআপ পেরু খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। ফাইনালের আগে দেখা হওয়ার সম্ভাবনা নেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের। শেষ আটে জয় পেলে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে-কলম্বিয়ার মধ্যেকার জয়ী দল। চিলিকে হারাতে পারলে শেষ চারে ব্রাজিল মুখোমুখি হবে পেরু অথবা প্যারাগুয়ের।

কোয়ার্টার ফাইনালের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
১. পেরু-প্যারাগুয়ে, ৩রা জুলাই, রাত ৩টা
২. ব্রাজিল-চিলি, ৩রা জুলাই, ভোর ৬টা
৩. উরুগুয়ে-কলম্বিয়া, ৪ঠা জুলাই, ভোর ৪টা
৪. আর্জেন্টিনা-ইকুয়েডর, ৪ঠা জুলাই, সকাল ৭টা

You might also like

Leave A Reply

Your email address will not be published.