কসবায় পুলিশের সঙ্গে যুবদলের ধাওয়া-পাল্টাধাওয়া, তিন সাংবাদিকসহ আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নবগঠিত যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এতে তিন সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার অনন্তপুর গ্রামে এ সংঘর্ষ হয়।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ কিংবা যুবদলের দায়িত্বশীল কারো বক্তব্য নেওয়া যায়নি। পুলিশ এক ছাত্রদল নেতাসহ কয়েকজনকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, কসবা যুবদলের নতুন কমিটি ঘোষণা হলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিলও হয়। এ অবস্থায় পুলিশ আগে থেকেই সতর্কতা অবলম্বন করে। আজ সোমবার নতুন কমিটির পক্ষে আনন্দ মিছিল বের করে একটি পক্ষ। এ ঘটনায় উত্তেজনা বেড়ে যায়। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে পুলিশের ধাওয়া খেয়ে সরে যান যুবদল নেতাকর্মীরা।

এদিকে, ধাওয়া-পাল্টাধাওয়া চলাকালে এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরোপ্রধান পিযূষ কান্তি আচার্য্য, সময় টিভির ক্যামেরাপারসন জুয়েলুর রহমান, কসবা উপজেলা প্রেস ক্লাব সভাপতি খ ম হারুণুর রশিদ ঢালীসহ অন্তত ১০ জন আহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

সাংবাদিক পিযূষ কান্তি আচার্য জানান, হঠাৎ আসা একটি ঢিলে আঘাত পেয়েছেন তিনি। পরে প্রাথমিক চিকিৎসা নেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.