করোনায় ১১৪ মৃত্যু, শনাক্ত ৫২৪৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১১৪ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৫১৩ জনে। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২৪৯ জনের। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জনে।

আজ মঙ্গলবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মূলত বুধবার (১১ আগস্ট) থেকেই করোনা মৃত্যুর সংখ্যাটা কমতে থাকে। সেদিন বলা হয়, দেশে করোনায় আক্রান্ত হয়ে ২৩৭ জন মারা যান। বৃহস্পতিবার (১২ আগস্ট) জানানো হয়, ২১৫ জনের মৃত্যুর খবর। শুক্রবারও (১৩ আগস্ট) কমে মৃত্যুর সংখ্যা। সেদিন জানানো হয়, ১৯৭ জনের মৃত্যুর খবর। আর শনিবার (১৪ আগস্ট) জানানো হয়, ১৭৮ জন প্রাণহানির খবর। পরে ১৫ আগস্ট ১৮৭, ১৬ আগস্ট ১৭৪, ১৭ আগস্ট ১৯৮, ১৮ আগস্ট ১৭২, ১৯ আগস্ট ১৫৯, ২০ আগস্ট ১৪৫, ২১ আগস্ট ১২০, ২২ আগস্ট ১৩৯, ২৩ আগস্ট ১১৭ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (৯ আগস্ট) জানানো হয়, ১১ হাজার ৪৬৩ জনের আক্রান্তের খবর। মঙ্গলবার (১০ আগস্ট) জানানো হয়, ১১ হাজার ১৬৪ জনের আক্রান্তের খবর। বুধবার (১১ আগস্ট) জানানো হয়, ১০ হাজার ৪২০ জন আক্রান্তের খবর। বৃহস্পতিবার (১২ আগস্ট) জানানো হয়, ১০ হাজার ১২৬ জন শনাক্তের খবর। শুক্রবার (১৩ আগস্ট) বলা হয়, ৮ হাজার ৪৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (১৪ আগস্ট) বলা হয়, ৬ হাজার ৮৮৫ জন করোনা আক্রান্ত।

১৫ আগস্ট ৬ হাজার ৬৮৪, ১৬ আগস্ট ৬ হাজার ৯৫৯, ১৭ আগস্ট ৭ হাজার ৫৩৫, ১৮ আগস্ট ৭ হাজার ২৪৮, ১৯ আগস্ট ৬ হাজার ৫৬৬, ২০ আগস্ট ৫ ৯৯৩, ২১ আগস্ট ৩ হাজার ৯৯১, ২২ আগস্ট ৪৮০৪, ২৩ আগস্ট ৫৭১৭ জনের করোনা আক্রান্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

You might also like

Leave A Reply

Your email address will not be published.