করোনা ভ্যাকসিন উদ্ভাবন প্রকল্পের প্রধান বিশেষজ্ঞকে সরিয়ে দিয়েছেন ট্রাম্প

কেন্দ্রীয় সরকারের করোনা ভ্যাকসিন উদ্ভাবন প্রকল্পের প্রধান বিশেষজ্ঞ চিকিৎসককে সরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার ওই চিকিৎসক জানিয়েছেন, করোনার চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সি ক্লোরোকুইনের ব্যবহার নিয়ে দ্বিমত করার কারণেই প্রেসিডেন্ট তাকে সরিয়ে দিয়েছেন। তার অভিযোগ, এই প্রশাসন বিজ্ঞানের ওপর রাজনীতি ও স্বজনপ্রীতিকে ঊর্ধ্বে স্থান দিচ্ছে।

জানা গেছে, ডা. রিক ব্রাইটকে এ সপ্তাহেই আকস্মিকভাবে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তিনি স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের বায়োমেডিক্যাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটির পরিচালক এবং প্রিপারেডনেস অ্যান্ড রেসপন্স বিভাগের উপ সহাকারী সচিব ছিলেন।

পদচ্যুতির প্রসঙ্গে এক কড়া বিবৃতিতে ডা. ব্রাইট বলেছেন, হাইড্রোক্সি ক্লোরোকুইনের পেছনে সরাসরি টাকা ঢালতে তাকে বারবার চাপ প্রয়োগ করা হচ্ছিল। এমন অনেক ওষুধের ব্যাপারেই সরকার জোর দিচ্ছে যেগুলোর সঙ্গে আসলে রাজনৈতিক যোগ রয়েছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস

You might also like

Leave A Reply

Your email address will not be published.