এবার জাপান করোনা চিকিৎসায় রেমডিসিভির অনুমোদন করবে

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় নিজেদের করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য অ্যান্টিভাইরাল ড্রাগ রেমডিসিভির অনুমোদন করতে যাচ্ছে।

শনিবার এ বিষয়ে সিদ্ধান্ত হয়। এর আগের দিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, করোনা রোগীদের জরুরি চিকিৎসায় ‘খাদ্য ও ঔষধ প্রশাসন’ রেমডিসিভির অনুমোদন করেছে।

যদি তাই হয়, তাহলে রেমডিসিভিরই হবে জাপানে প্রথম স্বীকৃত ঔষধ যা করোনাভাইরাস দ্বারা সৃষ্ট শ্বাসযন্ত্রের রোগের চিকিৎসায় ব্যবহৃত হবে।

জাপানে যে কোন ঔষধের অনুমোদন প্রক্রিয়ায় অনেক সময় লেগে যায়৷ সেজন্য খুব দ্রুত যেন এটির অনুমোদন দেয়া যেতে পারে সে ব্যবস্থাও নিয়ে রাখা হচ্ছে। বিশেষ ব্যবস্থায় এর অনুমোদন দেয়া হবে।

নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, মারাত্মক লক্ষণযুক্ত ৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে রেমডিসিভির শতকরা ৭০ ভাগ কার্যকর। কিন্তু এক চতুর্থাংশেরই কিডনি ও লিভারের জটিলতাসহ নানা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

উল্লেখ্য, আমেরিকান কোম্পানির ঔষধ রেমডিসিভির মূলত একটি সংক্রামক রোগ প্রতিরোধী ওষুধ। এটি ইবোলা ভাইরাসের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল।

সূত্রঃ জাপান টাইমস।

You might also like

Leave A Reply

Your email address will not be published.