ই-অরেঞ্জে বিনিয়োগের টাকা ফিরে পেতে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ

ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’র প্রতারণার বিরুদ্ধে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগীরা। আজ রোববার (২২ আগস্ট) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে শতাধিক ভুক্তভোগী এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারীরা ই-অরেঞ্জের বিরুদ্ধে তাদের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাইক ক্রেতা আইনজীবী তানজিল আহমেদ, মো. নিশান, জাহাঙ্গীর আলম রাসেল প্রমুখ।

তারা বলেন, দেশসেরা ক্রিকেটার মাশরাফির চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে এবং করোনাকালে ই-কমার্সের মাধ্যমে কেনাবেচার জন্য সরকারের অনুরোধে আস্থা রেখে অনলাইনে ই-অরেঞ্জ থেকে পণ্য কিনতে আগ্রহী হন তারা। বিগত সময়ে জেলার দুই শতাধিক মানুষ কোটি কোটি টাকা বিনিয়োগ করেন এই প্রতিষ্ঠানে। কিন্তু সম্প্রতি গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে দেখা যায়, ই-অরেঞ্জের অ্যাকাউন্টে মাত্র তিন কোটি টাকা রয়েছে। এ অবস্থায় তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। দ্রুত তাদের বিনিয়োগ করা পুঁজি ফিরিয়ে দেয়ার দাবি জানান।

You might also like

Leave A Reply

Your email address will not be published.