ইরাকে করোনা হাসপাতালে আগুন: নিহত ২৩

ইরাকে একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লেগে ২৩ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

হাসপাতাল সূত্র বলছে, মধ্যরাতে বাগদাদের ইবনে আল খতিব নামের ওই হসপাতালে সংরক্ষণ করে রাখা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত।

ইরাকের স্বাস্থ্যখাত বেশ ভঙ্গুর। হাসপাতালগুলোতেও প্রয়োজনীয় সেবা পাওয়া কঠিন। এমন পরিস্থিতিতে করোনায় আরও বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি।

এএফপি জানায়, হাসপাতালে আইসিইউর পাশে ৩০ রোগীর স্বজনরা অপেক্ষা করছিলেন, সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর আগুন আরও কয়েকটি ফ্লরে ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রোগী ও তাদের স্বজন মিলিয়ে মোট ৯০ জনকে উদ্ধার করা হয়েছে।

বাগদাদের গভর্নর মোহাম্মদ জাবের এ ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়কে একটি কমিশন গঠন করার নির্দেশ দিয়েছেন।

২০২০ সালের ফেব্রুয়ারিতে ইরাতে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। দেশটিতে এখন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ২৫ হাজার ২৮৮। আর মৃত্যু হয়েছে ১৫ হাজার ২১৭ জনের।

You might also like

Leave A Reply

Your email address will not be published.