ইউক্রেন রাজনৈতিক ও মানবিক সমর্থনের জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞ

ইউক্রেনে পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।ইউক্রেনের প্রতি দেশটির সংহতি অটুট রয়েছে। রাজনৈতিক ও মানবিক সমর্থনের জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞ ইউক্রেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে এক টুইট বার্তায় দিমিত্র কুলেবা লিখেছেনঃ

“ইউক্রেনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং আমার বন্ধু মেভলুত কাভুসোগলুকে স্বাগত জানাই। (ইউক্রেনের প্রতি) তুরস্কের সংহতি অটুট রয়েছে। রাজনৈতিক ও মানবিক সমর্থনের জন্য (আমরা) কৃতজ্ঞ। একইসাথে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটাতে তুরস্কের চলমান কূটনৈতিক প্রচেষ্টার জন্যেও।”

উল্লেখ্য, গত মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান নিশ্চিত করেছিলেন যে, চলমান যুদ্ধ থামানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ইউক্রেন ও রাশিয়া সফরে যাচ্ছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। এর আগে গত ১০ মার্চ যুদ্ধ পরিস্থিতি নিয়ে রজব তৈয়ব এরদোগানের সাথে কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.