ইউক্রেনের সব শরণার্থীকে আশ্রয় দিতে সম্মত ইইউ

ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য দেশ বলেছে যে, তারা “যুদ্ধের কারণে ইউক্রেন থেকে সমস্ত শরণার্থীদের” অস্থায়ীভাবে সুরক্ষা দেবে। সেই সাথে ইউক্রেনের সম্পূর্ণ ভূখণ্ড থেকে রাশিয়ান বাহিনীকে পুরোপুরিভাবে এবং নিঃশর্ত প্রত্যাহারের দাবিও জানিয়েছে সংস্থাটি।

ফিনানশিয়াল টাইমস এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছেঃ শুক্রবার ভোরে ভার্সাইতে ইইউ শীর্ষ সম্মেলনে জারি করা এক ঘোষণায় নেতারা বলেছেন যে, বেসামরিক নাগরিকদের উপর হামলা সহ (ইউক্রেনে) আক্রমণের জন্য দায়ী রাশিয়ান এবং বেলারুশিয়ানদের  তাদের অপরাধের জবাব দেওয়া উচিত।

রাশিয়া এবং তার মিত্র বেলারুশের উপর আরো চাপ প্রয়োগ করতে বদ্ধপরিকর- একথা উল্লেখ করে ইইউ নেতারা বলেছেন, “আমরা (ইতিমধ্যেই) উল্লেখযোগ্য সংখ্যক নিষেধাজ্ঞা আরোপ করেছি এবং (ভবিষ্যতে) আরো নিষেধাজ্ঞা আরোপের পথে দ্রুত অগ্রসর হতে প্রস্তুত রয়েছি।”

You might also like

Leave A Reply

Your email address will not be published.