‘আমার সময় বা শ্রম পাওয়ার যোগ্য নয় গণমাধ্যম’

গণমাধ্যমকে নিজের সময় বা শ্রম পাওয়ার যোগ্য মনে করেন না মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শনিবার এক টুইটে এমনটা জানিয়ে, করোনা ভাইরাস নিয়ে নিজের নিয়মিত ব্রিফিং বন্ধ রেখেছেন তিনি।

বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে তার মন্তব্যের জন্য ব্যাপক সমালোচিত হওয়ার পর এমন সিদ্ধান্ত নিলেন তিনি। সেদিন, ব্রিফিংয়ে করোনা প্রতিরোধে ইনজেকশনের মাধ্যমে শরীরে জীবাণুনাশক প্রবেশ করানোর পরামর্শ দিয়ে বিশ্বজুড়ে সমালোচনার শিকার হন তিনি। এ খবর দিয়েছে বিবিসি।

শনিবারের টুইটে ট্রাম্প অভিযোগ করেন, গণমাধ্যম তাকে কেবল আক্রমণাত্মক প্রশ্ন করে। এক টুইটে তিনি লিখেন, হোয়াইট হাউজ ব্রিফিংয়ের প্রয়োজন কী, যখন ‘লেমস্ট্রিম’ গণমাধ্যম আক্রমণাত্মক প্রশ্ন ছাড়া আর কিছুই জিজ্ঞেস করে না! তারপর, সত্য বা তথ্য সঠিকভাবে উপস্থাপন করে না। তারা রেকর্ড পরিমাণ রেটিং পায় আর মার্কিন জনগণ পায় শুধুই ভুয়া খবর। সময় ও শ্রমের উপযুক্ত নয়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.