আনসার ব্যাটালিয়নে ৪০০ জনের চাকরি

ব্যাটালিয়ন আনসার পদে ৪০০ জন (পুরুষ) নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রার্থীরা ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে অনলাইনে (http://www.ansarvdp.gov.bd) ১৯ জুন থেকে ৭ জুলাইয়ের মধ্যে।

যোগ্যতা : শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে ওজন ৪৯ দশমিক ৮৯৫ কেজি, বুকের মাপ ৩২-৩৪ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে ওজন ৪৭ দশমিক ১৭৩ কেজি, বুকের মাপ ৩০–৩২ ইঞ্চি। সব প্রার্থীর দৃষ্টিশক্তি লাগবে ৬/৬।

তবে কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। অধিক উচ্চতা, তালিকাভুক্ত আনসার–ভিডিপি সদস্য ও ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স : ৭ জুলাই ২০২২ তারিখের হিসেবে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে।
আবেদনে ফি : ২০০ টাকা।

ভাতা ও সুযোগ-সুবিধা : চাকরিকালীন সমতল এলাকায় দৈনিক ভাতা ৫১৬.৬৬ টাকা ও পাহাড়ী এলাকায় ৫৩৩.৩৩ টাকা। এ ছাড়া ১০ হাজার টাকা করে বছরে দুটি উৎসব ভাতা এবং ৫ বছর সন্তোষজনক অঙ্গীভূত থাকার পর সাধারণভাবে অবসর গ্রহণের সময় প্রতি বছর চাকরিকালের জন্য দুই মাসের সমপরিমাণ ভাতা (দৈনিক/খোরাকি ভাতা) হিসেবে সর্বোচ্চ ১২ মাসের দৈনিক ভাতা এককালীন গ্রাচ্যুইটি হিসেবে প্রাপ্য হবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি : http://www.ansarvdp.gov.bd/sites/default/files/files/ansarvdp.portal.gov.bd/notices/af3328d5_e4ac_4aaa_8d8c_3f550ab6ba9e/2022-06-16-10-03-feef5a1ca1679d313c40361b036ee625.pdf

You might also like

Leave A Reply

Your email address will not be published.