আইভী রহমানের প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলায় আইভী রহমানসহ নিহতদের প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে নেতা কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শোভাযাত্রায় গ্রেনেড হামলায় নিহত এবং আহত হন কয়েক শ নেতাকর্মী। তার চার দিন পর ২৪ আগস্ট আইভী রহমান মারা যান। ১৭ বছর আগের ভয়াবহ গ্রেনেড হামলার মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে এখনও ১৫ জন পলাতক রয়েছেন। যাদের মধ্যে চার জনের খোঁজ পেতে পুলিশের আন্তর্জাতিক সংগঠন ইন্টারপোল ইতিমধ্যে রেড নোটিস জারি করেছে।

এ বিষয়ে তারিক সাঈদ বলেন, ১৫ আগস্টে সন্ত্রাসীদের পেত আত্মা তারেক রহমানের নির্দেশেই এমন নারকীয় হত্যার ঘটনাটি ঘটেছে। এদের বিদেশ থেকে ফিরিয়ে এনে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.