অ্যান্ড্রয়েডে স্টোরেজ বাড়াতে আর্কাইভিং

দামি ফোনগুলোতে মেমোরি থাকে ৬৪ থেকে ১২৮ গিগাবাইট। কিন্তু সবার পক্ষে এ পরিমাণ স্টোরেজসহ ফোন কেনা সম্ভব হয় না। ফলে ছবি তুলতে বা ভিডিও করতে গিয়ে বাধার সম্মুখীন হয় অনেক ব্যবহারকারী।

বারবার নোটিফিকেশনও আসে স্টোরেজ খালি করার। ফলে না চাইলেও বাধ্য হয়ে ডিলিট করতে হয় অনেক অ্যাপ। এ সমস্যার সমাধান আনতে যাচ্ছে গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্টোরেজ ফুল হয়ে যাওয়ায় অ্যাপ আনইনস্টল করার দিন শেষ হয়ে আসছে। আর কয়েক মাস পরেই আর্কাইভিং অ্যাপ ফিচার চালু করতে যাচ্ছে তারা। এর মাধ্যমে কিছু অ্যাপের আকার ৬০ শতাংশ কমানো যাবে। অ্যাপের কিছু অংশ সাময়িকভাবে মুছে ফেলা যাবে, কিন্তু তথ্য হারানোর ভয় থাকবে না।

অ্যান্ড্রয়েড প্যাকেজ, যা আর্কাইভ এপিকে হিসাবে পরিচিত, সেখানে তথ্য জমা থাকবে। চাইলে যে কোনো সময় যথাস্থানে ফেরানো যাবে পুরোনো তথ্য। গুগল জানিয়েছে, ফিচারটি ব্যবহারের ফলে অ্যাপ আন-ইনস্টলের হার কমবে। ফলে ডেভেলপাররাও বেশ সুবিধা পাবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.