অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে টানা মাথাব্যথা থাকলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে

অক্সফোর্ডের ভ্যাকসিন গ্রহণের পর একটানা ৪ দিন মাথাব্যথা থাকলে তাকে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত বলে জানিয়েছে বৃটেনের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। একইসঙ্গে ভ্যাকসিন দেয়ার স্থান ছাড়া অন্য কোথাও ঘায়ের মতো দেখা দিলেও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার মেডিসিন এন্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) জানিয়েছে, রক্ত জমাট বাধার অত্যন্ত বিরল একটি ধরণের খুবই সামান্য কিছু রিপোর্ট তারা পেয়েছে। ভ্যাকসিন দেয়ার পর শরীরে প্লাটিলেটের তারতম্যের কারণে এমনটা হচ্ছে। একে সিভিএসটি বলা হয়। তবে এমএইচআরএ আশ্বস্ত করে জানিয়েছে, এই ঘটনা ভ্যাকসিন না দিলেও এবং কোভিড-১৯ আক্রান্ত হলেও হতে পারে।

এমএইচআরএ’র দাবি, অক্সফোর্ডের ভ্যাকসিনের সঙ্গে এই ঘটনার সরাসরি যোগাযোগ নেই। তবে এ নিয়ে আরো তদন্ত চলবে বলে জানানো হয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.