দ্বিতীয়বার করোনাক্রান্ত ভারতের প্রথম করোনা রোগী

দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন ভারতের প্রথম করোনা আক্রান্ত রোগী। মেডিকেল কলেজের ওই ছাত্রী ২০২০ সালের জানুয়ারিতে প্রথম করোনায় আক্রান্ত হন। সম্প্রতি পরীক্ষায় তার আবারও করোনা পজিটিভ আসে বলে মঙ্গলবার (১৩ জুলাই) কেরালার ত্রিসুরের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

ত্রিসুর জেলা চিকিৎসা কর্মকর্তা ডা. কে জে রিনা বলেন, ‘মেডিকেলের ওই ছাত্রী আবারও করোনা আক্রান্ত হয়েছেন। তার আরটি-পিসিআর পজিটিভ, তবে অ্যান্টিজেন নেগেটিভ। তার কোনো উপসর্গ ছিল না।’

তিনি বলেন, ‘ওই ছাত্রী দিল্লিতে পড়তে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, এ কারণে তার করোনা পরীক্ষা করা হয়। আরটি-পিসিআর পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি বাড়িতেই আছেন।’

এনডিটিভি জানায়, চীনের উহানের একটি মেডিকেল কলেজের শিক্ষার্থী তিনি। গত বছর ছুটিতে দেশে ফেরেন। দেশে ফেরার পরদিন গত বছরের ৩০ জানুয়ারি তার করোনা শনাক্ত হয়। তিনিই ভারতের প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হন।

সেসময় প্রায় তিন সপ্তাহ পর ত্রিসুর মেডিকেল কলেজ হাসপাতালে দুইবার তার করোনা পরীক্ষা করে ফলে নেগেটিভ আসে। ওই বছরের ২০ ফেব্রুয়ারি তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।

You might also like

Leave A Reply

Your email address will not be published.