অবশেষে জানা গেলো করোনায় জীবন রক্ষাকারী ওষুধের নাম

করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের জীবন রক্ষায় সহায়তা করতে পারে স্বল্পমূল্যের এবং সহজে পাওয়া ওষুধ ডেক্সামেথাসন।

যুক্তরাজ্যের একদল বিশেষজ্ঞের বরাত দিয়ে মঙ্গলবার (১৬ জুন) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রাণঘাতি এই ভাইরাসের বিরুদ্ধে অভবানীয় সাফল্য এনে দিয়েছে ডেক্সামেথাসন। রোগীদের চিকিৎসায় স্বল্প মাত্রায় এটির ব্যবহার ভালো ফল দিয়েছে। যুক্তরাজ্যে করোনার প্রাদুর্ভাবের শুরুতে যদি এই ওষুধ ব্যবহার করা হতো, তবে পাঁচ হাজারের বেশি জীবন বেঁচে যেত। 

ভেন্টিলেটর সাপোর্টে থাকা রোগীদের ক্ষেত্রে তিন ভাগের এক ভাগ এবং যারা অক্সিজেন সাপোর্টে আছেন তাদের ক্ষেত্রে পাঁচ ভাগের এক ভাগের মৃত্যুঝুঁকি কমায় ডেক্সামেথাসন।

ভেন্টিলেটর সাপোর্টে থাকা রোগীদের ক্ষেত্রে ৪০%-২৮% এবং যারা অক্সিজেন সাপোর্টে আছেন তাদের ক্ষেত্রে ২৫%-২০% মৃত্যুঝুঁকি কমায় ডেক্সামেথাসন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.