×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-২৫, সময় - ০৫:০৯:২২

অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম ও নুর শামস শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এ ঘটনায় নারীসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা ।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইসরাইলি বাহিনীর ড্রোন হামলা ও গুলিতে তুলকারেম শরণার্থী শিবিরে সাতজন এবং পার্শ্ববর্তী নূর শামস শরণার্থীশিবিরে একজন নিহত হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, তুলকারেমে ইসরাইলি হামলায় নিহত সাতজনের মধ্যে খাওলা আলী আবদুল্লাহ আবদো (৫৩) এবং বারা খালিদ হুসেইন (৩০) নামে দুই ফিলিস্তিনি নারী এবং ফাতি সাঈদ সালেম ওবায়েদ নামে ১৮ বছর বয়সি এক তরুণী রয়েছেন।

ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, বুকে ও পেটে গুলি লেগে তরুণী এবং ড্রোন হামলায় দুই নারী নিহত হয়েছে বলে জানা গেছে। ইসরাইলি ড্রোন হামলায় নুর শামস শহরে বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...