×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-২৬, সময় - ১১:১২:২১

চূড়ান্ত হয়েছে ফর্মুলা ওয়ানের ২০২৫ সালের ড্রাইভার লাইন-আপ। ম্যাকলারেন ও অ্যাস্টন মার্টিন ছাড়া সব দলেই এসেছে পরিবর্তন।

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত হয়েছে ফর্মুলা ওয়ান ২০২৫ এর ড্রাইভার লাইন-আপ। সর্বশেষ চমক হিসেবে রেসিং বুল টিমে যোগ দিচ্ছেন তরুণ ফ্রেঞ্চ-আলজেরিয়ান বংশোদ্ভূত ইসাক এজার।

২০২৪ সাল টা ছিল নানা নাটকীয়তা ও উত্তেজনায় ঠাসা। ফর্মুলা ওয়ানের ইতিহাসে ৭ জন ভিন্ন ড্রাইভার একাধিকবার জিতেছেন গ্র্যান্ড প্রিক্স। তবে শুধু রেসিং টাই উত্তেজনার পারদে মোড়া ছিলোনা। ড্রাইভার মার্কেট ও ছিলো সরগরম।

গেলো বছরের সবচেয়ে বড় খবর ছিল লুইস হ্যামিলটনের মার্সিডিজ ছেড়ে ফেরারিতে যোগদানের ঘটনা। তবে নতুন মৌসুম শুরুর আগেই সবচেয়ে বড় চমক দিয়েছে রেডবুল। সার্জিও পেরেজের ২ বছরের চুক্তি থাকা সত্ত্বেও যৌথ সম্মতিতে পেরেজকে ছেড়ে দিয়েছে তারা।

মার্সিডিজ লাইন আপ আছেন জর্জ রাসেল। তার সঙ্গী হিসেবে থাকবেন ফর্মুলা ২ থেকে আসা রুকি ড্রাইভার আন্দ্রেয়া কিমি আন্তোনেলি। লুইস হ্যামিলটনের ফেরারিতে যোগ দেওয়ায় ফেরারিতে লেকরেককে নিয়ে চ্যাম্পিয়ন্সশিপ ফাইট দিতে প্রস্তুত ইতালিয়ান ফেরারি টিম। খুব করে চাইবে ১৬ বছরের চ্যাম্পিয়নশিপ খরা কাটাতে।


নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...