×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৪-১২-২৮, সময় - ০৮:৩৭:১৯আন্তর্জাতিক পুলিশি সংস্থার (ইন্টারপোল) ‘রেড অ্যালার্ট’ বা লাল তালিকায় আছেন বাংলাদেশের ৬৩ জন নাগরিক। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘রেড অ্যালার্ট’ জারি নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও এই তালিকায় তার নাম নেই। শুক্রবার(২৭ ডিসেম্বর) সংস্থাটির ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
ইন্টারপোল জানিয়েছে, ৬৩ জন বাংলাদেশি নাগরিককে বিভিন্ন অপরাধের অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃপক্ষ খুঁজছে। এসব অভিযোগের মধ্যে, খুন, হত্যাকাণ্ড, যৌন নিপীড়ন ও নির্যাতন থেকে শুরু করে অর্থ আত্মসাতের অপরাধও রয়েছে। কিছু দিন পরপর ইন্টারপোল এই তালিকা হালনাগাদ করে।
যৌন নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে জাহিদুল ইসলাম ও অস্ত্র মামলায় ফজলুল আমীন জাভেদকে খুঁজছে যুক্তরাষ্ট্র। খুনের অভিযোগে লক্ষ্মীপুরের খোরশেদ আলমকে খুঁজছে ইউরোপের দেশ বেলজিয়াম। আবার, আফ্রিকার দেশ ইসতাওয়ানি খুনের অভিযোগে খুঁজছে ঢাকার মো. মিলন ও লিটন ব্যাপারীকে।
খুনের অভিযোগে নোয়াখালীর মিজান মিয়াকে খুঁজছে দক্ষিণ আফ্রিকা। চাঁদুপর সদরের রাজু ঢালীকে খুনের অভিযোগ দায়ের করা এক মামলায় খুঁজছে সিঙ্গাপুর। মুদ্রা জালিয়াতির অভিযোগে খুলনার আজিজুর রহমান, অজয় বিশ্বাস ও তরিকুল ইসলাম, নোয়াখালীর সবুজ, গোপালগঞ্জের আব্দুল আলীম শরীফ, নারায়ণগঞ্জের মনির ভুইয়া, চাঁপাইনবাবগঞ্জের শফিকুলকে খুঁজছে ভারত।
চোরাচালানির অভিযোগে নাটোরের সিরাজ মোস্তফাকে এবং খুনের অভিযোগে ফেনীর আলা উদ্দিনকে খুঁজছে মালয়েশিয়া। তছরুপের অভিযোগে হানিফকে খুঁজকে দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ।
