×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৮-১৪, সময় - ০৬:১০:০৩ছবিটি দেখতে দর্শকের উন্মাদনা এতটাই বেশি ছিল যে, ভোর সাতটা থেকেই দর্শকরা হলমুখী হয়েছেন। নেটপাড়া ও সামাজিক মাধ্যমে এর উন্মাদনার ছবি এরই মধ্যে ভাইরাল। দর্শকদের এই ভালোবাসা ও আবেগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেতা দেব।
নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘ ‘ধূমকেতু’কে বাংলা সিনেমার সবচেয়ে বড় ওপেনিং দেওয়ার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সকাল থেকে এত ভালো ভালো রিভিউ এবং এই ছবিটাকে ভালোবাসা দিয়ে এত বড় করে তোলার জন্য কৃতজ্ঞ।’

তার কথায়, ‘এটা তো সবে শুরু, ছবি এখনও পুরোটা বাকি। এত বছরের অপেক্ষার জন্য ও এত বছর ‘ধূমকেতু’কে বাঁচিয়ে রাখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।’
‘ধূমকেতু’ শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি যেন বাংলা সিনেমার দর্শকের কাছে এক আবেগের নাম। বিশেষ করে দেব এবং শুভশ্রী গাঙ্গুলীর অনুরাগীদের জন্য এটি আরও তাৎপর্যপূর্ণ। কারণ এটিই এই জুটির একসঙ্গে অভিনীত শেষ ছবি।
একসময়ের জনপ্রিয় এই জুটির বিচ্ছেদে তাদের ভক্তদের মন ভেঙেছিল। তবে সব ভুলে এখন দর্শকরা বড় পর্দায় তাদের ‘প্রাক্তন’ জুটিকে উপভোগ করছেন। দর্শকদের তুমুল আগ্রহের কারণে শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘ধূমকেতু’র শো সংখ্যা বাড়ানো হয়েছে।
