×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৮-১২, সময় - ০৯:০৪:৫১বলিউডের আইটেম সং কুইন নোরা ফাতেহি আবারও নতুন রূপে চমকে দিলেন দর্শকদের। এবার তাকে দেখা গেল আন্তর্জাতিক ফিউশন গান ‘Oh Mama Tetema’-তে। ৯ আগস্ট ইউটিউবে প্রকাশ পেয়েছে এই মিউজিক ভিডিওটি, যা এরই মধ্যে আলোচনার কেন্দ্রে।
গানটি মূলত টাঞ্জানিয়ান জনপ্রিয় শিল্পী রায়ভ্যান্নি-এর ২০১৯ সালের ভাইরাল হিট ‘Tetema’-র আধুনিক রিমিক্স ও পুনঃউপস্থাপন। নতুন সংস্করণে যুক্ত হয়েছেন বলিউডের গায়িকা শ্রেয়া ঘোষাল, সংগীত পরিচালক বিশাল মিশ্র এবং নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফাতেহি।
গানটি তিনটি ভাষার মিশ্রণে—হিন্দি, ইংরেজি ও সাওহিলি—তৈরি হয়েছে এবং এতে রয়েছে আফরো-বংগো বিটের সঙ্গে বলিউডি ফ্লেয়ার।
নোরা ফাতেহি এই মিউজিক ভিডিওতে শুধু পারফর্মই করেননি, গানটির লেখাতেও অবদান রেখেছেন। এ প্রসঙ্গে তিনি জানান, ‘আমি চেয়েছি এমন কিছু করতে, যা ভারতীয় সংগীত ও আফ্রিকান বিটের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলবে।’
