×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২২-০৩-২৭, সময় - ১৯:৪৯:১৭

রাশিয়ার মিসাইল হামলায় উত্তর-পশ্চিম ইউক্রেনের জাইতমির শহরের কাছে এক অস্ত্রভাণ্ডার ধ্বংস হয়েছে। এই ভাণ্ডারে ইউক্রেন বাহিনীর অস্ত্র ও সামরিক সরঞ্জাম ছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। শনিবার (২৬ মার্চ) আল জাজিরার এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কনাশেনকোভ বলেন, কৃষ্ণ সাগরের একটি নৌযান থেকে চারটি কালিবর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এসব ক্ষেপণাস্ত্র শিল্প শহরের কাছে ডিপোতে আঘাত করে। পশ্চিম কিয়েভ থেকে এটি ১২০ কিলোমিটার দূরে অবস্থিত।

কনাশেনকোভ আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১১৭ সামরিক লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যার মধ্যে ছয়টি কমান্ড পোস্ট এবং তিনটি বিমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...