×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৫-২০, সময় - ০৮:২২:৫৬

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে জানার পর দেশজুড়ে যে সমবেদনা ও সহানুভূতির ঢল নেমেছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে তিনি এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে লিখেছেন, ‘ক্যান্সার আমাদের সবার জীবনেই কোনো না কোনোভাবে স্পর্শ করে। আপনাদের অনেকের মতোই, আমি আর জিল শিখেছি, মানুষ সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে তার ভাঙনের জায়গা থেকেই।’

তিনি আরও লিখেন, ‘ভালোবাসা ও সহানুভূতির জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ।'

এক্সে দেওয়া পোস্টে স্ত্রী জিল বাইডেনের সঙ্গে তোলা একটি ছবিও জুড়ে দেন তিনি।

স্থানীয় সময় সোমবার (১৯ মে) এক্সে পোস্টটি প্রকাশ করেন বাইডনে। খবর বিবিসি

জানা যায়, ৮২ বছর বয়সী এই ডেমোক্র্যাট রাজনীতিকের দেহে ‘আগ্রাসী প্রকৃতির’ প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে এবং তা ইতোমধ্যেই তার হাড়ে ছড়িয়ে পড়েছে। রোববার এমন খবর প্রকাশ্যে এলে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ সাধারণ মার্কিন নাগরিকদের মধ্য থেকেও তাকে শুভকামনা জানানো হয়।

ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন
বাইডেনের দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার চিকিৎসকের কাছে গেলে প্রস্রাবজনিত উপসর্গের ভিত্তিতে পরীক্ষা করে তার প্রস্টেটে একটি গাঁট (নডিউল) পাওয়া যায় এবং তখনই ক্যানসার শনাক্ত হয়।

এতে আরও বলা হয়, যদিও এটি একটি তুলনামূলকভাবে বেশি আক্রমণাত্মক ক্যানসার, তবে এটি হরমোন-সংবেদনশীল হওয়ায় কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রেসিডেন্ট ও তার পরিবার চিকিৎসকদের সঙ্গে সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...