×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৮-০২, সময় - ০৭:০৪:৫৩দখলদার ইসরায়েলের অবরোধ ও পর্যাপ্ত ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে না দেওয়ায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি নাজুক হয়ে যাওয়ার পর সেখানে বিমান থেকে খাবার ফেলা শুরু করে অনেক দেশ। তা সত্ত্বেও মানুষের চাহিদা মেটার মতো পর্যাপ্ত খাবার এখনো সেখানে পৌঁছায়নি।
২০২৩ সালের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজায় বর্বর হামলা শুরু করে দখলদার ইসরায়েল। তাদের হামলায় এখন পর্যন্ত উপত্যকাটিতে ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দেড় লাখের বেশি ফিলিস্তিনি। গত কয়েকমাস যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলেও এটি সফলতার মুখ দেখেনি।
সূত্র: আলজাজিরা
