×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৫-২৫, সময় - ১২:৩৮:১৬পাকিস্তানের পাঞ্জাবে ধুলিঝড় ও বজ্রবৃষ্টিতে ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৯২ জন। শনিবার (২৪ মে) এসব তথ্য জানিয়েছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)।
লাহোরে একাধিক দুর্ঘটনায় দেয়াল ধসে ও বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ছয়জন। ঝিলমে দেয়াল ধস ও বজ্রপাতে দুইজন মারা গেছেন এবং সোলার প্যানেল ছিটকে পড়ায় ৩২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২৬ জন পুরুষ ও ৬ জন নারী।
রাওয়ালপিন্ডিতে বজ্রপাত ও দেয়াল ধসে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১১ জন, যার মধ্যে একটি শিশুও আছে।
ঝড়বৃষ্টিতে বহু কাঁচা ও জরাজীর্ণ ঘরবাড়ি ধসে পড়েছে। অনেকে অনিরাপদ স্থানে আশ্রয় নেওয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে। লাহোরে গাছ উপড়ে পড়েছে এবং বহু সোলার প্যানেল নষ্ট হয়েছে। দক্ষিণ পাঞ্জাবের অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রোববারও ঝড়বৃষ্টি চলতে পারে। পিডিএমএ সবাইকে সতর্ক থাকতে বলেছে।
