×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২১-১১-১০, সময় - ০৬:৫০:২৮আগামী তিন দিনের মধ্যে ঢাকায় সিটিং সার্ভিস ও গেট লক বাসের সেবা বন্ধ হতে যাচ্ছে। এছাড়া তিন দিনের মধ্যে সব তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) চালিত বাসে স্টিকার লাগিয়ে চিহ্নিত করা হবে।
আজ বুধবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে ঢাকা মহানগর এলাকায় চলাচল করা ১২০টি বাস কম্পানির মধ্যে ১৩টি কম্পানির ১৯৬টি বাস সিএনজিতে চলে। এসব বাসে যেন অতিরিক্ত ভাড়া না নিতে পারে সেজন্য আগামী তিন দিনের মধ্যে চিহ্নিত করতে স্টিকার লাগানো হবে।
এনায়েত উল্লাহ জানান, আজ বিকেল তিনটায় পুরো ঢাকা ১১টিম করে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কি না- তা পর্যবেক্ষণ করতে হবে।
