×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-১১-১২, সময় - ১২:১৪:৩৭অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য হবে এক ঐতিহাসিক মুহূর্ত।
বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডীয় সাত সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
ভোটের পাশাপাশি প্রতিনিধি দলটিকে সংস্কার প্রক্রিয়া সম্পর্কেও অবহিত করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা জোরদার ও রোহিঙ্গা সংকট মোকাবেলার উপায় নিয়েও আলোচনা হয়।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ইউনূস বলেন, তাদের (রোহিঙ্গা) নিজ দেশে ফিরে যাওয়া ছাড়া কার্যকর সমাধান নেই।
প্রতিনিধি দলটির নেতৃত্ব দেয়া সিনেটর সালমা আতাউল্লাহজান রোহিঙ্গা ইস্যুতে কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন।
