×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২১-১০-১৪, সময় - ০৪:১১:৩৬

তাইওয়ানে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। জানা গেছে, এ ঘটনায় অন্তত ১৩টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। 

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাওসিউং শহরের দমকল বিভাগের কর্মকর্তারা বলছেন, অন্তত ৫৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ১৪ জন।

দমকল বিভাগ থেকে আরো জানানো হয়েছে, অন্তত ১১ জনকে হাসপাতালে মৃত ঘোষণার পর মর্গে পাঠানো হয়েছে। আগুন লাগা ভবনগুলোতে এখনো তল্লাশি চালাচ্ছে দমকল বাহিনীর কর্মীরা।
সূত্র: এবিসি নিউজ।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...