×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২২-০৭-০৩, সময় - ১১:২৮:৪৯

বলিউড অভিনেতা রণবীর কাপুর অভিনেত্রী আলিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার খবর জানার পর ভীষণ মন খারাপ হয়েছিল ঢালিউড অভিনেত্রী দীঘির। কষ্টে নাকি সারা রাত ঘুমুতে পারেননি তিনি। কারণ রণবীরকে তার বেজায় পছন্দ তার। মোবাইলের ওয়াল পেপারেও রেখেছেন রণবীরের ছবি।

এই দীঘি এবার জানালেন, মানসিকভাবে তিনি নাকি রণবীর কাপুরের স্ত্রী। এক ভক্তের প্রশ্নের জবাবে নিজেকে বিবাহিত দাবি করেন এই অভিনেত্রী! জানিয়েছেন রণবীর কাপুর তার স্বামী।ইস্টগ্রামে এক ভক্ত দীঘিকে জিজ্ঞেস করেন আপনি কি বিবাহিত? উত্তরে দীঘি জানান, তিনি মানসিকভাবে বিবাহিত।

দীঘির সেই উত্তর ছিল এমন- ‘আরে হ্যাঁ, আমি মানসিকভাবে রণবীর কাপুরের সঙ্গে বিবাহিত। ওকে, বাই।’


নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...