×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৬-১০, সময় - ১২:৫৪:১৯

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কালি ও আশপাশের কয়েকটি শহরে মঙ্গলবার একাধিক বিস্ফোরণ ও বন্দুক হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার জন্য এটি একটি সমন্বিত হামলা বলে আশঙ্কা করা হচ্ছে।

এই হামলায় দেশের তৃতীয় বৃহত্তম শহর কালি ছাড়াও আশপাশের বিভিন্ন শহরে পুলিশের স্টেশন ও পৌর ভবনগুলো লক্ষ্যবস্তু ছিল।

করিন্টো শহরে এএফপির এক সাংবাদিক বিস্ফোরিত গাড়ির ধ্বংসাবশেষ দেখতে পান, যেটি একটি পুড়ে যাওয়া ও ব্যাপক ক্ষতিগ্রস্ত পৌর ভবনের পাশেই বিস্ফোরিত হয়েছিল।

পুলিশপ্রধান কার্লোস ফার্নান্দো ত্রিয়ানা লা এফএম রেডিওকে বলেন, হামলাকারীরা গাড়িবোমা, মোটরসাইকেলবোমা, রাইফেলের গুলিসহ সন্দেহভাজন ড্রোন ব্যবহার করে লক্ষ্যবস্তুতে হামলা করেছে। এ হামলায় দুই পুলিশ সদস্য ও সাধারণ নাগরিকরা নিহত হয়েছেন বলেও জানান তিনি।

তাৎক্ষণিকভাবে হামলার পেছনে কারা দায়ী তা স্পষ্ট হয়নি। তবে এ এলাকায় একসময়ের শক্তিশালী ফার্ক মিলিশিয়া থেকে বিচ্ছিন্ন গেরিলারা সক্রিয়।

এ ছাড়া ত্রিয়ানা ইঙ্গিত দিয়েছেন এই হামলাগুলো হয়তো ফার্ক বিচ্ছিন্ন নেতা লেইডার জোহানি নস্কুয়ের হত্যা তৃতীয় বার্ষিকীর সঙ্গে সম্পর্কিত, যিনি ‘মাইমবু’ নামে পরিচিত ছিলেন।

এই বোমা বিস্ফোরণের কয়েক দিন আগে বোগোটা শহরে এক প্রেসিডেন্ট পদপ্রার্থীকে হত্যার চেষ্টা করা হয়েছিল, যা দেশের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। বোগোটা শহরে শনিবার নির্বাচনী প্রচারণার সময় ১৫ বছর বয়সী এক সন্দেহভাজন রক্ষণশীল সিনেটর মিগুয়েল উরিবের (৩৯) মাথায় কাছ থেকে দুটি গুলি করে।

এই ঘটনা কলম্বিয়ার জনগণকে শোকাহত করেছে এবং হামলার পেছনে কারা আছে তা নিয়ে তীব্র জল্পনা চলছে।

এদিকে অনেকে কলম্বিয়ার বিংশ শতাব্দীর আশি ও নব্বইয়ের দশকের রক্তাক্ত সহিংসতা পুনরায় ফিরে আসার ভয় পাচ্ছেন। সেই সময় মাদকচক্রের হামলা ও রাজনৈতিক হত্যাকাণ্ড সাধারণ ছিল।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...