×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-০৫, সময় - ১২:২৪:৪৮নোয়াখালী ইতিহাস ঐতিহ্যের অন্যতম প্রাচীন নিদর্শন নোয়াখালীর বজরা শাহী মসজিদ। প্রায় ৩০০ বছর আগে নির্মাণ করা এ মসজিদটি ইতিহাসের কালের সাক্ষী হয়ে এক অনন্য নিদর্শন হিসেবে এখনো দাঁড়িয়ে আছে। এর নির্মাণ শৈলী এখনও বিমোহিত করে নোয়াখালীসহ দেশের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে। এতে মসজিদটি দেখতে দূর-দূরান্ত ও দেশ-বিদেশ থেকে বিভিন্ন লোকজন ছুটে আসেন এখানে। কেউ আবার আসেন মানত করে ও কবর জিয়ারত উদ্দেশ্য।
জানা যায়, দিল্লীর বিখ্যাত শাহী জামে মসজিদের অনুকরণে মোগল জমিদার আমান উল্লাহ খান ১১৫৪ হিজরি, ১১৩৯ বাংলা মোতাবেক ১৭৪১ খ্রি. অর্থাৎ প্রায় তিনশ বছর আগে বজরা শাহী মসজিদ নির্মাণ করেন। যা আজও মোগল স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন হিসেবে দেশি-বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে আসছে। মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন নোয়াখালীর বজরা শাহী মসজিদটি সরকারি গেজেটে প্রত্নসম্পদ হিসেবে থাকলেও সরকারিভাবে কোনো সংস্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেই। দর্শনার্থীদের অনুদানেই মসজিদের খতিব, মুয়াজ্জিনসহ চারজনের বেতন-ভাতা দেওয়া হয়।
